“স্বাস্থ্যসাথী কার্ডই প্রাণ বাঁচাল আমার, বাঁচিয়ে দিল আমার পরিবারকেও”

Must read

স্বাস্থ্যসাথী
সুচিত্রা বর্মন। তুফানগঞ্জের ঝলঝলি গ্রামের গৃহবধূ।

“আমি তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি গ্রামের এক গৃহবধূ। দুই ছেলে ও স্বামীকে নিয়ে আমার সংসার। স্বামী শিবু বর্মন দিনমজুরের কাজ করেন। খুবই কষ্টে দিন কাটে আমাদের। এই অবস্থায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার জানান, জটিল অস্ত্রোপচার করা দরকার। আর তার জন্যে দরকার প্রচুর টাকা! আমাদের যা পারিবারিক অবস্থা, তাতে অত টাকা কোথায় পাব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড করা যখন শুরু হয়, সেই সময় ভাগ্যিস কার্ডটা করিয়ে নিয়েছিলাম! সেই স্বাস্থ্যসাথী কার্ডই আমার প্রাণ বাঁচাল। বাঁচিয়ে দিল আমার পরিবারকেও। কোচবিহার শহরের এক বেসরকারি হাসপাতালে আমার অস্ত্রোপচার হয়েছে। এখন আমি সুস্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই।”

আরও পড়ুন-রাজ্যেও এবার ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু : খাদ্য দফতর

Latest article