রাজ্যেও এবার ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু : খাদ্য দফতর

Must read

পশ্চিমবঙ্গেও কার্যকর হল ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা। শুক্রবার এক নির্দেশিকা জারি করে এমনই জানিয়েছে নবান্ন।

খাদ্য দফতরের ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে পরিযায়ী শ্রমিকরা রোজগারের তাগিদে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান, তাঁদের যাতে খাদ্যাভাব না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আরও পড়ুন-রাজ্যে ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির

রাজ্য জানিয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা আছে, তাঁরা এখন থেকে দেশের যে কোনও এলাকা থেকেই রেশন তুলতে পারবেন। এই লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই রাজ্যে আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ চালাচ্ছে। এই কাজ প্রায় শেষের মুখে বলে খবর নবান্ন সূত্রে। আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সংযুক্তিকরণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছে রাজ্য খাদ্য দফতর৷

আরও পড়ুন-ফোন হ্যাকিংকাণ্ড: ‘সীমাহীন সুবিধাবাদী’কে সরাসরি চ্যালেঞ্জ কুণাল ঘোষের

রাজ্যের নির্দেশিকায় রেশন ডিলারদের বলা হয়েছে, প্রতিদিনের লেনদেন এখন থেকে অলনাইনে করতে হবে, যাতে হিসাবের পূর্ণাঙ্গ তথ্য পোর্টালে এন্ট্রি হয়। দ্রুত রাজ্যে এই প্রকল্প কার্যকর করা হবে বলে জানানো হয়েছে নবান্নের এই নির্দেশিকায়।

Latest article