মাদ্রিদ, ১৬ মার্চ : কোনও অঘটন ঘটেনি। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-৫ গোলে হারের পর, স্যান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচটা ০-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল লিভারপুল। ফলে দুই পর্ব মিলিয়ে মহম্মদ সালাহদের ৬-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল। ম্যাচের একমাত্র গোলটি করেন করিম বেঞ্জেমা।
আরও পড়ুন-রসগোল্লায় এবার হলমার্ক
তিন গোলে এগিয়ে থাকার সুবাদে বুধবার রাতের ম্যাচে কিছুটা হাল্কা চালে খেলেছে রিয়াল। তবুও সুযোগ কাজে লাগাতে পারলে, আরও বড় ব্যবধানে জিততে পারত স্প্যানিশ জায়ান্টরা। বিরতির আগেই এডুয়ার্ডো কামাভিঙ্গার শট পোস্টে লাগে। সহজ সুযোগ নষ্ট করেন লুকা মদ্রিচও। অবশেষে ৭৮ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে রিয়ালের জয়সূচক গোলটি করেন বেঞ্জেমা।
আরও পড়ুন-আধুনিক প্রযুক্তি টালা ট্যাঙ্কের ‘আয়ু’ বাড়াল
ম্যাচের পর বেঞ্জেমা বলেন, ‘‘প্রথম পর্বে বড় ব্যবধানে জয় আমাদের কাজটা সহজ করে দিয়েছিল। তবে এই ম্যাচটাও খুব কঠিন ছিল। লিভারপুল দারুণ শক্তিশালী দল। তাই মাঠে নেমে নিজেদের সেরাটাই দিতে হয়েছে। এবার আমাদের ফোকাস রবিবারের এল ক্লাসিকোয়।’’ এদিকে, হতাশ জুরগেন ক্লপ রিয়ালের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন। লিভারপুল কোচের বক্তব্য, ‘‘আমি হতাশ। তবে রিয়ালের মাঠে রিয়ালকে হারানো কঠিন কাজ। তাও আবার আমরা যেখানে তিন গোলে পিছিয়ে থেকে মাঠে নেমেছিলাম। রিয়াল যোগ্য দল হিসেবেই পরের রাউন্ডে উঠেছে।’’
আরও পড়ুন-ড্রোন ধ্বংস নিয়ে কথা কাটাকাটি আমেরিকা-রাশিয়ার
অ্যনদিকে, আইনট্রাখট ফ্রাঙ্কফ্রুর্টকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে নাপোলি। জার্মানিতে গিয়ে প্রথম পর্বের ম্যাচটা ২-০ গোলে জিতেছিল নাপোলি। ফলে দুই পর্ব মিলিয়ে ৫-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ইতালির ক্লাব। ম্যাচের পর ফ্রাঙ্কফ্রুর্টের উগ্র সমর্থকদের তাণ্ডব সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।