মাদ্রিদ, ১৫ অগাস্ট : জয় দিয়েই লা লিগা অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রবিবার রাতের ম্যাচে রিয়াল ২-১ গোলে হারিয়েছে আলমেরিয়াকে।
ম্যাচটা শুরুই হয়েছিল চূড়ান্ত নাটকীয়তার সঙ্গে। বিপক্ষের মাঠে খেলার ছ’মিনিটের মধ্যেই পিছিয়ে পড়েছিল রিয়াল। নাচো ও রুডিগারের ভুল বোঝাবুঝির সুযোগে গোল করেন আলমেরিয়ার লার্গি রামাজনি। শুরুতেই পিছিয়ে পড়ে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিলেন করিম বেঞ্জেমারা। কিন্তু টাটা আক্রমণের ঝড় তুলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল।
আরও পড়ুন: আজ ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
তবে বিরতির পর লুকাস ভাসকেজের গোলে ম্যাচে সমতায় ফিরে আসে রিয়াল (Real Madrid)। ৭৪ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন ডেভিড আলাবা। বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক থেকে দুরন্ত গোল করেন তিনি। আর আলাবার গোলেই রিয়ালের তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায়।
এদিকে, প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলেও দলের খেলায় সন্তুষ্ট নন কার্লো আনচেলত্তি। তাঁর বক্তব্য, ‘‘আমাদের আরও ভাল খেলতে হবে। লিগ সবে শুরু। সামনে দীর্ঘ পথ পড়ে রয়েছে। তাই নিজেদের ভুল-ত্রুটি দ্রুত শুধরে নিতে হবে।’’