ম্যাঞ্চেস্টার, ২৫ এপ্রিল : মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচটা খেলতে করিম বেঞ্জেমারা সোমবারই ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী দলই এই মুহূর্তে দারুণ ফর্মে। রিয়াল (Real Madrid) যেমন লা লিগার শীর্ষে, তেমন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলে সবার উপরে রয়েছে ম্যান সিটি। ফলে এই ম্যাচটা নিয়ে ফুটবল মহলের উত্তেজনা তুঙ্গে। দুই দলের অতীত রেকর্ড এই উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত মোট ছ’বার রিয়াল ও ম্যান সিটি পরস্পরের মুখোমুখি হয়েছে। দু’টি দলই দু’বার করে জিতেছে। ড্র হয়েছে বাকি দু’টি ম্যাচ। তবে শেষ দু’টি চ্যাম্পিয়ন্স লিগ সাক্ষাৎকারে রিয়ালকে (Real Madrid) হারিয়েছিল ম্যান সিটি।
আরও পড়ুন – সন্তোষের সেমিফাইনালে বাংলার সামনে মণিপুর
রিয়ালের ফরাসি তারকা বেঞ্জেমা ইতিমধ্যেই এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুটো হ্যাটট্রিক করে ফেলেছেন। মোট ১২ গোল করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। দুর্দান্ত খেলছেন ভিনিসিয়াস জুনিয়রও। চলতি মরশুমে বিপক্ষ দলগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছেন বেঞ্জেমা-ভিনিসিয়াস জুটি।
অন্যদিকে, প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে একাই চার গোল করেছেন ম্যান সিটির ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস। গোটা মরশুম জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে চলেছেন কেভিন ডি’ব্রুইন, রিয়াদ মাহরেজরা। ম্যাচের আগে রিয়ালকে আগাম সতর্ক করে দিয়েছেন ম্যান সিটির প্রাক্তন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।
তেভেজের বক্তব্য, ‘‘পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে গত কয়েক বছরে ম্যাঞ্চেস্টার সিটি নিজেদের বিশ্বফুটবলের অন্যতম সেরা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে গুয়ার্দিওলার দল। রিয়ালের উচিত, ম্যাচটা নিয়ে বাড়তি সতর্ক থাকা।’’