জেলায় জেলায় বিদ্রোহ, ভাঙছে ফরওয়ার্ড ব্লক

রাজ্যে নরেন চট্টোপাধ্যায় আর দিল্লিতে দেবব্রত বিশ্বাস এই দু’জনই দলটাকে শেষ করে ফেলছে। আপনিও কি ভিক্টরের মতো কংগ্রেসে যোগ দিচ্ছেন?

Must read

প্রতিবেদন : ভাঙছে ফরওয়ার্ড ব্লক। দলের প্রাক্তন বহিষ্কৃত বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর কংগ্রেসে যোগ দিলেন। সোমবার কলকাতায়। ফরওয়ার্ড ব্লক আগেই ছেড়েছেন প্রাক্তন মন্ত্রী দলের সিনিয়র লিডার হাফিজ আলম সাইরানি। এদিন তিনি বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি। কিন্তু এই দলে আর গণতন্ত্র নেই। অচিরেই দেখবেন কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়বে।

আরও পড়ুন-কোর্টে মানেকা

রাজ্যে নরেন চট্টোপাধ্যায় আর দিল্লিতে দেবব্রত বিশ্বাস এই দু’জনই দলটাকে শেষ করে ফেলছে। আপনিও কি ভিক্টরের মতো কংগ্রেসে যোগ দিচ্ছেন? উত্তরে তিনি বলেন, সময় সবকিছু বলবে। এরপরেই বলেন, আমার সহযোদ্ধাদের নিয়ে বৈঠকে বসছি। ওই বৈঠকেই স্থির হবে রাজনৈতিক ভবিষ্যৎ। তবে সাইরানি সাফ জানিয়ে দিয়েছেন, হিটলারের দল আজও আছে। ঠিক সেইভাবেই আগামীতে ফরওয়ার্ড ব্লক ওইভাবেই থাকবে। মানুষের হৃদয়ে নয়। নেতাজি মন্ত্রে দীক্ষিত এই দল এখন বিপথগামী। দেখে নেবেন বিশাল সাংগঠনিক ধস নামতে চলেছে ফরওয়ার্ড ব্লকে। দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায় আরও একাধিক নেতা ও কর্মী দল ছাড়ার জন্য প্রস্তুত।

Latest article