সাঁওতালি সাহিত্যে অবদানের স্বীকৃতি, ‘বঙ্গভূষণ’ রবিলাল টুডু

কালনার বাদলা হাইস্কুলে পড়াশোনা ও কালনা কলেজ থেকে স্নাতক করার পর তাঁর কর্মজীবন শুরু হয় এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের অডিটর জেনারেল হিসাবে

Must read

সংবাদদাতা, কাটোয়া : সাঁওতালি ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন কালনা ২ নং ব্লকের বাদলা পঞ্চায়েতের নোয়ারা গ্রামের বাসিন্দা রবিলাল টুডু। সোমবার কলকাতায় রবিলালের হাতে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মান পেয়ে অভিভূত রবিলাল ও তাঁর পরিবার-সহ কালনার মানুষ। ছাত্রজীবন থেকে সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন-‘চোখের আলো’ শুরু হচ্ছে পাইলট

কালনার বাদলা হাইস্কুলে পড়াশোনা ও কালনা কলেজ থেকে স্নাতক করার পর তাঁর কর্মজীবন শুরু হয় এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের অডিটর জেনারেল হিসাবে। যদিও পাঁচ বছর পর সেই চাকরি ছেড়ে দিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যোগ দেন রবিলাল। পাশাপাশি যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে। ১৯৭৪ সালে বীরসা মুন্ডার জীবনী নিয়ে ‘বীর বীরসা’ নামে একটি নাটকের বই লেখেন। রবিলাল বলেন, ‘‘বীরসার জীবনী মঞ্চস্থ করার ইচ্ছায় এই নাটক লেখার সিদ্ধান্ত।’’ ২০১৪-য় রাজ্য সরকার তাঁকে ‘সারদাপ্রসাদ কিস্কু অ্যাওয়ার্ড’ দেয়। পুরস্কারের টাকায় তাঁর গ্রামের বাড়ির সামনে সিধু-কানহু, পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তি স্থাপন করবেন। এটাই তাঁর জীবনের শেষ ইচ্ছা। এলাকার বাসিন্দা মহম্মদ আমানত আলি, নিমাই রায়রা বলেন, ‘‘এলাকার বাসিন্দা হিসাবে আমরা গর্বিত।’’

Latest article