রেকর্ড, ৮ হাজারী মাকালু শৃঙ্গ জয় করলেন পিয়ালি

২৭ শে এপ্রিল মাকালু অভিযানে যান পিয়ালী।মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেন। আজ সকালে সামিট করেন।

Must read

মাকালু (Makalu) অভিযান না করেই চন্দননগরে ফিরে গিয়েছিলেন পিয়ালি বসাক (Piyali Basak) কারণ সেই সময় বাবা অসুস্থ ছিলেন। আজ সেই মাকালু শৃঙ্গ জয় করলেন পিয়ালি। নেপালের এজেন্সি পাইওনিয়ার এডভেঞ্চার এই মর্মে জানিয়েছে,আজ সকাল সাতটা থেকে আটটা নাগাদ মাউন্ট মাকালু যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ সেটি জয় করেন । এভারেস্ট ও লোৎসে জয়ের পর আরো দুটি ৮ হাজারী শৃঙ্গ জয় করলেন তিনি।

আরও পড়ুন-‘সবচেয়ে বড় কয়লা চোর এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক’ পাণ্ডবেশ্বরে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেড়িয়েছেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালি। ১৭ই এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (৮০৯১ মিটার) অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন তিনি। ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখড় এভারেস্ট জয় করেন পিয়ালি। এর দুদিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন তিনি।

আরও পড়ুন-প্রয়াত বিশিষ্ট আইনজীবী অরুণ কুমার মণ্ডল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

২৭ শে এপ্রিল মাকালু অভিযানে যান পিয়ালী।মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেন। আজ সকালে সামিট করেন।

Latest article