নয়াদিল্লি, ২৯ মার্চ : ভারতীয় ব্যাডমিন্টনের (Indian Badminton) নতুন ‘পোস্টার বয়’ তিনি। গত একটা বছরে রাতারাতি প্রচারের আলোয় উঠে এসেছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক পেয়ে দৌড় শুরু করেছিলেন বছর কুড়ির তরুণ। চলতি বছরের শুরুতে ইন্ডিয়া ওপেনে চ্যাম্পিয়ন হয়ে প্রত্যাশার পারদটা উসকে দিয়েছিলেন। এরপর জার্মান ওপেনে রানার্স। তবে লক্ষ্যর সেরা চমক অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের (England Championship) আসরে রানার্স হওয়া।
আরও পড়ুন: বলের সিম নিয়ে নেটে অনেক খেটেছি : শামি
পারফরম্যান্সের এই ধারাবাহিকতার জন্য চোটমুক্ত থাকাকেই বাড়তি কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। লক্ষ্যর বক্তব্য, ‘‘একজন খেলোয়াড়ের জীবনে চোট-আঘাত থাকবেই। তাই বাড়তি সতর্ক থাকতে হয়। আমার কোচ, ট্রেনার, ফিজিও—প্রত্যেকেই আমাকে চোটমুক্ত রাখতে চান। পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়, টানা খেলার ক্লান্তি কাটিয়ে কতটা দ্রুত তরতাজা হয়ে উঠতে পারছি তার উপরে।’’
আরও পড়ুন: ওয়ার্ন হৃদয়ে থাকবে : শচীন, মেলবোর্নে আজ শেষ বিদায়
লক্ষ্য (Lakshya Sen) এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘প্রতিটি টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে। টানা খেলার ধকল শরীরের উপরে পড়তে বাধ্য। শুরু শারীরিক ভাবেই নয়, মানসিক ভাবেও ক্লান্তি গ্রাস করে একটা সময়। তাই নির্দিষ্ট মান ধরে রেখে উন্নতি করার জন্য ফিট থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি তরতাজা না থাকেন, তাহলে কোর্টে নেমে নিজের সেরাটা দেবেন কীভাবে?’’