বলের সিম নিয়ে নেটে অনেক খেটেছি : শামি

Must read

মুম্বই, ২৯ মার্চ : এবারের আইপিএলের পারফরম্যান্সই ঠিক করে দেবে আসন্ন টি-২০ বিশ্বকাপ দলে তিনি থাকবেন কি না। তবে প্রথম ম্যাচেই মহম্মদ শামি (Mohammed Shami) যে আগুনে বোলিং করলেন, তা জাতীয় নির্বাচকদের টলিয়ে দিতে বাধ্য। নিখুঁত আউট সুইংয়ে প্রথম বলেই উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করলেন কে এল রাহুলকে। এরপর শামির আরও দুই শিকার হলেন কুইন্টন ডি’কক এবং মণীশ পাণ্ডে। ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ৪-০-২৫-৩!

আরও পড়ুন: ওয়ার্ন হৃদয়ে থাকবে : শচীন, মেলবোর্নে আজ শেষ বিদায়

নতুন বলে উইকেট তোলার এই বিরল ক্ষমতা শামির (Mohammed Shami) বরাবরের। সোমবার রাতে তা আরও একবার প্রমাণ করলেন ডানহাতি ভারতীয় পেসার। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা তিনি। নিজের বোলিং প্রসঙ্গে শামির বক্তব্য, ‘‘ওয়ার্ম আপটা খুব ভাল হয়েছিল। তাই প্রথম বল থেকেই ছন্দে ছিলাম। উইকেট তাজা ছিল। হাওয়াও বইছিল। তাই এই পরিবেশে টেস্ট ম্যাচের লাইন ও লেংথে বল করতে চেয়েছিলাম। সেটাই কাজে লেগেছে।’’
গুজরাট টাইটান্সের তারকা বোলার আরও যোগ করেছেন, ‘‘বলের সিম পজিশন নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। অনেকেই বলেন, এটা আমার সহজাত। কিন্তু আদপে সেটা নয়। এরজন্য আমাকে দীর্ঘদিন নেটে ঘাম ঝরাতে হয়েছে।’’ শামির বক্তব্য, ‘‘আমি প্রতিপক্ষ ব্যাটারদের কোনাকুনি বল রাখতে চেয়েছিলাম। তাতেই ওরা অস্বস্তিতে পড়েছে।’’ টানা তিন ওভার করার পর শামির একটা ওভার হাতে রেখে দিয়েছিলেন গুজরাটের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এই প্রসঙ্গে শামি বলেন, ‘‘হার্দিক আমাকে বলেছিল, আমি টানা চারটে ওভার শেষ করতে আগ্রহী কি না। আমি ওকে বলি, উত্তেজিত হয়ো না। ম্যাচের এখনও অনেক বাকি। একটা ওভার বরং হাতে থাকুক।’’

Latest article