হাইকোর্টের নির্দেশে নিয়োগ শুরু প্রাথমিকে

দীর্ঘ ৬ বছর পর পাওনা চাকরি ফিরে পাওয়ায় কলকাতা হাইকোর্ট ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন চাকরিপ্রার্থীরা

Must read

প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিকে নিয়োগ শুরু করল পর্ষদ। শুক্রবার সকালে ইন্টারভিউ দিতে পর্ষদের অফিসে পৌঁছন ৯২ জন প্রার্থী। প্রাথমিকে ৯২ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া হল। দীর্ঘ ৬ বছর পর পাওনা চাকরি ফিরে পাওয়ায় কলকাতা হাইকোর্ট ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে টেকনিক্যাল স্টাডি শুরুর প্রস্তাব, ভাঙন নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি

এদিন পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে ইন্টারভিউ ও ভেরিফিকেশন পর্ব। গত ১৬ নভেম্বর পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ৯২ জন চাকরিপ্রার্থীকে যাবতীয় শংসাপত্র নিয়ে নির্ধারিত সময়ে হাজির থাকতে বলা হয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে ৬ নম্বর কম পাওয়ার জন্য যাঁরা সেই সময় টেট উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৯২ জনের ইন্টারভিউ নেওয়ার জন্য পর্ষদকে নির্দেশ দেন। সেই নির্দেশমতোই শুক্রবার ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে পর্ষদ। তবে পর্ষদের তরফে জানানো হয়েছে, ৯২ জনের নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে ও স্বচ্ছভাবে হয়, তার সবরকম ব্যবস্থা করা হয়েছে।

Latest article