যৌন নির্যাতনের মামলা তোলায় অনিচ্ছা, দলিত মেয়ের মাকে বিবস্ত্র ও ভাইকে খুন

বৃহস্পতিবার মধ্য প্রদেশের (Madhya Pradesh) সাগর জেলার বারোদিয়া নৌনাগির গ্রামে বিক্রম সিং ওই দলিত যুবতীর বাড়িতে হঠাৎ করেই চড়াও হয়।

Must read

নজরে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। চার বছর আগে বাড়ি ফেরার পথে যৌন হেনস্থার (Sexual assault) শিকার হয়েছিলেন এক যুবতী। তারপরেই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। যদিও সেই মামলার কোনও নিস্পত্তি হয়নি। তবে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য অভিযুক্তদের পরিবারের তরফে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। বার বার বলার পরেও অভিযোগ প্রত্যাহার না করার ফলে নির্যাতিতার দাদা ও মাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এর জেরে ওই যুবকের মৃত্য়ু হয়।

আরও পড়ুন-বিজেপি সাংসদের বাড়িতে পরিচারিকার ছেলের ঝুলন্ত দেহ

বৃহস্পতিবার মধ্য প্রদেশের (Madhya Pradesh) সাগর জেলার বারোদিয়া নৌনাগির গ্রামে বিক্রম সিং ওই দলিত যুবতীর বাড়িতে হঠাৎ করেই চড়াও হয়। সেই সময়ে যুবতীর মা ও ভাই ঘরে ছিল। বচসা শুরুর কিছুক্ষন পরেই অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা চড়াও হয় এবং যুবতীর ভাই-মাকে মারধর করে। বৃদ্ধাকে বিবস্ত্র করে দেওয়া হয়। নির্যাতিতার দাদা তাদের আহত অবস্থায় উদ্ধার করে বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার চিকিৎসা চলছে।বৃদ্ধার একটি হাত ভেঙে গিয়েছে, শরীরের বেশ কিছু জায়গায় চোট রয়েছে। আপাতত অবস্থা স্থিতিশীল। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন), ৩৫৩ (যৌন হেনস্থা) ও ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা) ও জনজাতি-উপজাতি (নৃশংসতা প্রতিরোধ) আইনের অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা অধরা।

Latest article