মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, জারি বিজ্ঞপ্তি

Must read

নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য ও পরিষদীয় দফতরের মন্ত্রী ছিলেন পার্থ। বৃহস্পতিবার দুপুরে নবান্নে বসে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই পার্থর অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকের পরেই নবান্নের (Nabanna) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আজ অর্থাৎ ২৮ তারিখ থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হল।

আরও পড়ুন: আজ বিকেলেই দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতেই আপাতত থাকছে শিল্প দফতর। থাকছে আইটি-সহ বাকি দফতরও।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ৬দিন আগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপরে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে দফায় দফায় রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে। এই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।

Latest article