কৃষ্ণনগর থেকে করিমপুর রাজ্য সড়কে সংস্কার–‌কাজ শুরু হল

Must read

শ্যামল রায়, কৃষ্ণনগর:‌ রাজ্য সরকারের উদ্যোগে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত ৭৭ কিমি রাজ্য সড়কে সংস্কারের কাজ শুরু হল। মঙ্গলবার স্থানীয় বিধায়ক তথা কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ চঞ্চল বিশ্বাস জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। এলাকার মানুষের দাবি ছিল, দ্রুত সংস্কার করা হোক।

আরও পড়ুন- মালদহে যুব তৃণমূল কংগ্রেসকে মজবুত করতে ময়দানে এবার চন্দনা

মানুষের দাবির প্রতি সমর্থন জানিয়ে রাজ্য সড়কে সংস্কারের কাজ শুরু হয়েছে। এই দীর্ঘ রাস্তা দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। করিমপুর থেকে সরাসরি কৃষ্ণনগর বিভিন্ন অফিসের কাজকর্ম করতে যাত্রীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আসা–‌যাওয়া করেন। কেউ অসুস্থ রোগীকে দ্রুত কৃষ্ণনগর এবং কলকাতা নিয়ে যেতেও এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। তাই রাস্তাটি সংস্কার জরুরি ছিল।

পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল বিশ্বাস জানিয়েছেন, ৭০ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এলাকার মানুষ খুব খুশি।

Latest article