দুয়ারে সরকারের রেকর্ড নাম নথিভুক্ত হল ১ কোটি মানুষের

Must read

প্রতিবেদন : দুয়ারে সরকারের নতুন রেকর্ড। ১ কোটি পূর্ণ করল নাম নথিভুক্তির সংখ্যা। গত বছর এই কর্মসূচির প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি নাম নথিভুক্ত হয়েছিল। এবার ৯ দিনে এই সংখ্যা ১ কোটি পূর্ন করল। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে।

দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে গত মাসে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ করবে টাস্কফোর্সগুলি। অ্যাপেক্স কমিটিতে রাখা হয় রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের।

আরও পড়ুন- কৃষ্ণনগর থেকে করিমপুর রাজ্য সড়কে সংস্কার–‌কাজ শুরু হল

সোমবার রাজ্যজুড়ে ২ হাজার ১৮৩ শিবিরে বিভিন্ন কাজে এসেছিলেন ১৭,২৪,১৩১ জন। গত ৮ দিনে সবচেয়ে বেশি ১২ লক্ষ ৮ হাজার ৮৬৫ উপভোক্তা এসেছেন দক্ষিণ ২৪ পরগনার শিবিরগুলিতে। এখনও পর্যন্ত সবচেয়ে কম উপস্থিতি কালিম্পঙে। সংখ্যাটা মাত্র ২২,৫২২। দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে মুর্শিদাবাদ।

যেখানে গত ৮ দিনে মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৫২৯ জন বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এসেছেন। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই আট দিনে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ভিড় করেছেন ৬ লক্ষ ৯২ হাজার ৮১৭ জন।

Latest article