তৃতীয় ঢেউয়ের আগে শিশুর পুষ্টির অভাব নিয়ে বার্তা

Must read

প্রতিবেদন : দ্বিতীয় ঢেউ কিছুটা স্তিমিত হলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় গোটা বিশ্ব, এ রাজ্যও৷ কার্যত প্রতি মুহুর্তেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তথা পরিকাঠামোর দিকে নজর রাখছে নবান্ন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিশুদের পুষ্টি নিয়ে বিভিন্ন দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই অতিমারির কালে কোনও শিশুর যেন পুষ্টির অভাব না হয় সেদিকে খেয়াল রেখেই এই বৈঠক ডাকা হয়েছিল।

আরও পড়ুন- দুয়ারে সরকারের রেকর্ড নাম নথিভুক্ত হল ১ কোটি মানুষের

বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত দফতর, শিক্ষা দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের সচিবরা। সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশুদের যাতে কোনও পুষ্টির অভাব না হয় বা কোনও শিশু যাতে অপুষ্টির শিকার না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। শিশুদের ঝুঁকি বেশি, কারণ, তারা এখনও টিকা পায়নি। ফলে কোভিডের সঙ্গে লড়াই করার জন্য তারা আদৌ প্রস্তুত কি না তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতিতে মুখ্যসচিবের নির্দেশ, একজন শিশুকেও সংক্রমণের বলি হতে দেওয়া যাবে না। তার জন্য যা যা করার সমস্ত আয়োজনই রাখতে হবে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। হাসপাতালে শিশুদের জন্য বেড বাড়ানো, অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ আগেই দিয়েছে স্বাস্থ্য দফতর। এখনও শিশুদের করোনার টিকা না এলেও অন্যান্য যে টিকা বাচ্চাদের দেওয়া হয় সেগুলি যেন অবশ্যই তারা পায় সেদিকেও নজর রাখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

 

Latest article