খুলল রামেশ্বর মন্দির, খুশি পর্যটকেরা

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত নয়াগ্রাম ব্লকের রামেশ্বর মন্দিরে (Jhargram Rameswar temple) করোনা পরিস্থিতির জন্য পর্যটকদের আসা–যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ঝাড়গ্রাম জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই শনিবার থেকে ফের দূরদূরান্তের পর্যটকরা রামেশ্বর মন্দিরে আসতে শুরু করেছেন। খুশি এলাকার বাসিন্দারাও। তাঁরাও মন্দিরে যাতায়াত শুরু করেছেন। তাঁদের আশা, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে রামেশ্বরের পর্যটন। সঙ্গে উপকৃত হবেন স্থানীয় দোকানি ও ব্যবসায়ীরা।

সুবর্ণরেখা নদী–সংলগ্ন এই রামেশ্বর মন্দির (Jhargram Rameswar temple) ও তার আশপাশের উন্নয়নে রাজ্য সরকার অর্থসাহায্য করেছে। সেই টাকায় মন্দির প্রাঙ্গণে পর্যটকদের জন্য বিশ্রামাগার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার নির্মাণ–সহ একাধিক উন্নয়নকাজ হয়েছে। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে নয়াগ্রামের রামেশ্বর মন্দিরকে। কোভিডবিধি মেনেই প্রতিদিন মন্দিরে পুজোর ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ।

Latest article