কোভিড-রোগীদের পাশে প্রশাসন

Must read

সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা‌ আক্রান্তদের পাশে থাকার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পেয়েই গ্রামীণ এলাকায় কোভিড‌আক্রান্তদের পাশে সবরকমের সাহায্য নিয়ে দাঁড়াল পঞ্চায়েত ও ব্লক প্রশাসন।

পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী (Trinamool Congress) পুলক রায় দফতরের আধিকারিকদের মাধ্যমে প্রতিটি পঞ্চায়েতকে এ ব্যাপারে জোরকদমে কাজে নামতে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই পঞ্চায়েত দফতরের অধীন সিএডিসি (কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন) কলকাতা ও সংলগ্ন এলাকায় কোভিড‌আক্রান্তের বাড়িতে দু’বেলা রান্না–করা খাবার পৌঁছে দিচ্ছে। এবার পঞ্চায়েত এলাকাতেও দুঃস্থ মানুষদের বাড়িতে ব্লক প্রশাসন খাদ্যসামগ্রী (Trinamool Congress) পৌঁছে দিচ্ছে। স্থানীয় বিডিও, আইসি এবং পঞ্চায়েত‌প্রধানরা দাঁড়িয়ে থেকে পুরো কাজটা তদারকি করছেন। সদস্যরাও নজর রাখছেন। সমিতির সভাপতিরা আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখছেন।

আরও পড়ুন – টিকা : অভিনব উদ্যোগ হাবড়া পুরসভার

এরকমই শ্যামপুর‌২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা এদিন কোভিড আক্রান্তদের প্রত্যেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সাহায্যের আশ্বাস দেন। বাগনান ১ নম্বর ব্লকের বিডিও অভিষেক দাস, ২ নম্বর ব্লকের বিডিও জয়ন্ত চট্টোপাধ্যায়, থানার বড়বাবু অভিজিৎ দাস এলাকায় গিয়ে চাল, ডাল, আটা, আলু, তেল প্রভৃতি পৌঁছে দেন।

Latest article