বনদফতরে শীঘ্রই নিয়োগ দেড় হাজার

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : বন সুরক্ষায় বিশেষভাবে জোর দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার। কাঠপাচার, বন নিরপত্তার (Forest Department- Requirement) দিকটি মাথায় রেখে শীঘ্রই প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হল। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বনদপ্তরের ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত। ১৭০ জন রেঞ্জ অফিসার, ১৭৫ জন করণিক ও ১০০০ জন বনকর্মী নিয়োগের (Forest Department- Requirement) কথা তিনি জানান। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তের বন সুরক্ষা সুনিশ্চিত হবে। বিশেষ করে অন্য রাজ্য থেকে পাচারকারীদের অনুপ্রবেশ রুখতেই কর্মী নিয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। নতুন কর্মী নিয়োগে এই সমস্যা মিটতে চলেছে। দীর্ঘ জটিলতার অবসান, বন রক্ষায় দ্রুত কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। দীর্ঘদিন ধরে রাজ্য বন দফতরে নানান জটিলতায় আটকে ছিল বনকর্মী নিয়োগের বিষয়টি। সম্প্রতি বন সুরক্ষাকে গুরুত্ব দিয়ে রাজ্য মন্ত্রিসভা প্রায় দেড় হাজার অফিসার ও বনকর্মী নিয়োগ করতে চলেছে। বন সুরক্ষাকে এই সরকার যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তা সরকারের এই সিদ্ধান্তেই পরিষ্কার।

আরও পড়ুন-এবার হলদিয়ার সুতাহাটায় সমবায় সমিতির ভোটে জয় তৃণমূলের

Latest article