আঙ্কারা, ৭ ফেব্রুয়ারি : তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিলেন চেলসি ও নিউক্যাসলের প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। এখন তুরস্কের ক্লাব হাতাইস্পোরের হয়ে খেলছেন তিনি। তবে ভাল খবর, প্রায় ১২ ঘণ্টা পর প্রাক্তন চেলসি ফুটবলারকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-বিজেপি পরিযায়ী, দিদি ছাড়া গতি নাই
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, হাতাইয়ের আন্তাকিয়া এলাকায় বহুতলের একটি হোটেলে ছিলেন আতসু। ভূমিকম্পে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হলে তার নিচে চাপা পড়েন এই ফুটবলার। তিনি হাতে ও পায়ে চোট পেয়েছেন। নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চেলসিতে খেলেছেন ঘানার আতসু। ঘানার হয়ে ৬৫ ম্যাচ খেলেছেন এই উইঙ্গার । ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও খেলেছেন তিনি। পরের বছর আফ্রিকান নেশন্স কাপে সেরা খেলোয়াড় হয়েছিলেন আতসু। জানা গিয়েছে, শুধু আতসু নন, তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের মহিলা ভলিবল ক্লাবের ১৪ জন খেলোয়াড় ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। ভূমিকম্পের কারণে তুর্কি সুপার লিগের সব ম্যাচ স্থগিত করে দিয়েছে ওই দেশের ফুটবল ফেডারেশন।