তৃণমূল কংগ্রেসের (TMC) সাংগঠনিক ক্ষেত্রে রদ বদল। সরিয়ে দেওয়া হল বহু সাংগঠনিক জেলা সভাপতিকে (District President)। তাঁদের পরিবর্তে যোগ হয় একাধিক নতুন মুখ। তবে এখনও বেশকিছু সাংগঠনিক জেলায় নাম ঘোষণা এখনও করা হয়নি দলের তরফে।
সোমবার তৃণমূলের (TMC) তরফে আনুষ্ঠানিকভাবে যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দলের জেলাসভাপতির পদে একাধিক জায়গায় মহিলা মুখের উপর আস্থা রেখেছেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই তালিকায় দার্জিলিংয়ে দুটি সাংগঠনিক জেলা কমিটি করেছে তৃণমূল। পাহাড়ে সভাপতি করা হয়েছে সাংসদ শান্তা ছেত্রীকে (Shanta Chhetri)। দার্জিলিং সমতলে দায়িত্ব রাখা হয়েছে পাপিয়া ঘোষকে। জলপাইগুড়ির জেলা সভাপতি হয়েছেন মহুয়া গোপ। এর পাশাপাশি মুর্শিদাবাদ ও বহরমপুরে সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে শাঁওনি সিং রায়কে। আগে এই দুটি সাংগঠনিক জেলা পৃথক ছিল এবার তা একসঙ্গে করা হয়েছে। বারাসাতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অশনি মুখোপাধ্যায়কে সরিয়ে জেলা সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। বনগাঁর জেলা সভাপতির দায়িত্বে আনা হয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। বসিরহাটে জেলা সভাপতির দায়িত্বে আনা হয়েছে সরোজ বন্দ্যোপাধ্যায়কে। আগে উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি পদে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন: বুধবার হবে মন্ত্রিসভার রদবদল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
এর পাশাপাশি সুন্দরবন জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে নমিতা সাহাকে। হুগলি- শ্রীরামপুর জেলার চেয়ারম্যান পদে এসেছেন অসিমা পাত্র। তৃণমূল বিধায়ক বিরবাহা সোরেন টুডুকে ঝাড়গ্রাম জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে।