মধ্যপ্রদেশের বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে আটজন

জানা গিয়েছে, হাসপাতালে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

Must read

সোমবার মধ্যপ্রদেশের জবলপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। সূত্রের খবর, দামোহ নাকা শিবনগরে অবস্থিত নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে আগুন লেগেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জবলপুরের এসপি সিদ্ধার্থ বহুগুনা বলেন, “গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন রোগী গুরুতর দগ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।”

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে রদবদল, একনজরে দেখে নিন তালিকা

জানা গিয়েছে, হাসপাতালে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।
আগুন নেভাতে এবং চিকিৎসা কেন্দ্র থেকে রোগীদের সরিয়ে নিতে বেশ কয়েকটি ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছেছে। চারজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালের ভিতরে আটকে থাকা সমস্ত লোককে উদ্ধার করেছিল ফায়ার ব্রিগেড। শর্ট সার্কিট আগুনের কারণ হতে পারে, জবলপুরের সিএসপি অখিলেশ গৌর জানিয়েছেন।

আরও পড়ুন-বুধবার হবে মন্ত্রিসভার রদবদল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এই ঘটনায় শোক প্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “জবলপুরের নিউ লাইফ হাসপাতালে অগ্নি দুর্ঘটনায় মূল্যবান মানুষের অকাল মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত।”

Latest article