নয়াদিল্লি, ২৪ মে : বড় অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হলেন ঋষভ পন্থ। তাঁকে কম দামে গয়না এবং ঘড়ি দেওয়ার নাম করে দেড় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তি। তবে সেই প্রতারক পুলিশের জালে জড়িয়ে আপাতত মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি।
ঘটনাটি প্রায় এক বছরের পুরনো হলেও, পন্থের আইনজীবী সম্প্রতি তা প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন-বিশ্বভারতীর অধ্যাপককে ফের পাঠানো হল নোটিশ
তাঁর দাবি, গত বছরের শুরুর দিকে অভিযুক্ত মৃণাঙ্ক সিংয়ের সঙ্গে পরিচয় হয় পন্থের। নিজেকে হরিয়ানার প্রাক্তন ক্রিকেটার হিসেবে দাবি করেছিলেন অভিযুক্ত। তিনি পন্থকে জানান, তাঁর বিলাসবহুল সামগ্রী কেনাবেচার ব্যবসা। পন্থ চাইলে কম দামে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। জানা গিয়েছে, ১ কোটি ৬৩ লক্ষ টাকা ওই ব্যক্তিকে দিলেও পন্থ কোনও জিনিস পাননি। পরে অভিযুক্ত পন্থকে একটি চেক দিলেও তা বাউন্স হয়। এর পরেই আদালতের শরণাপন্ন হন পন্থ।