মুম্বই, ৩০ জানুয়ারি : ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। এই সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant Health Update)।
৩০ ডিসেম্বর রুরকির কাছে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তরুণ ক্রিকেটার। বর্তমানে তিনি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি। ভারতীয় বোর্ড ঋষভের (Rishabh Pant Health Update) চিকিৎসকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। তাদের এক কর্তা জানিয়েছেন, ঋষভের প্রথম অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি চিকিৎসায় দারুণ সাড়া দিয়েছেন। এই সপ্তাহেই ঋষভ বাড়ি ফিরবেন।
তবে দিল্লির উইকেটকিপার-ব্যাটারকে ফের হাসপাতালে আসতে হবে পরবর্তী অস্ত্রোপচারের জন্য। সেটা ডান হাঁটুর অস্ত্রোপচারের জন্য। এর আগে হাসপাতালে প্রথম অস্ত্রোপচারে ঋষভের হাঁটুর তিনটি লিগামেন্ট মেরামত হয়েছিল। যা দুর্ঘটনায় মারাত্মকভাবে যখন হয়েছিল। কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক ডাঃ দিনশ পরদিওয়ালার নেতৃত্বে ঋষভের প্রথম অস্ত্রোপচার হয়। চিকিৎসকরাই এবার ঠিক করবেন তাঁর দ্বিতীয় অস্ত্রোপচার কবে হবে। তবে মাসখানেকের আগে নয়।
এরপরও ২৫ বছরের ক্রিকেটারের মাঠে ফেরা লম্বা সময়ের ব্যাপার। ঘরের মাঠে এবছরের বিশ্বকাপ তিনি মিস করতে চলেছেন। হয়তো পুরো বছরটাই ঋষভকে মাঠের বাইরে কাটাতে হবে।