রেকর্ড নয়, রোহিতের চোখ কাপে

বিরাট কোহলির জন্য সাজানো মঞ্চের যাবতীয় আলো একাই কেড়ে নিয়েছেন তিনি!

Must read

নয়াদিল্লি, ১১ অক্টোবর : বিরাট কোহলির জন্য সাজানো মঞ্চের যাবতীয় আলো একাই কেড়ে নিয়েছেন তিনি! বুধবার ফিরোজ শাহ কোটলায় তাঁর ব্যাটে চুরমার হয়েছে একাধিক বিশ্বরেকর্ড। মাত্র ৬৩ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপে দ্রুততম শতরানের নতুন নজির গড়েছেন কপিল দেবকে টপকে।

আরও পড়ুন-বিরোধী দলনেতার প্রতিহিংসার রাজনীতি নিয়ে এক্সে সরব তৃণমূল কংগ্রেস

অথচ ম্যাচের সেরার পুরস্কার নিতে আসা রোহিত শর্মার শরীরীভাষায় বিন্দুমাত্র আত্মতুষ্টির ছাপ নেই। উল্টে ভারত অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, ব্যক্তিগত রেকর্ড নিয়ে মাথা ঘামাতে রাজি নন। বরং তাঁর পাখির চোখ বিশ্বকাপ ট্রফি।
রোহিতের সোজাসাপ্টা বক্তব্য, রেকর্ড গড়তে সবসময়ই ভাল লাগে। কিন্তু এটা ব্যক্তিগত নজির নিয়ে আনন্দ করার সময় নয়। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলছি। আমাদের গোটা দলের লক্ষ্য বিশ্বকাপ জয়। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। অন্যকিছু নিয়ে বেশি ভাবলে ফোকাস নষ্ট হবে। ম্যাচের সেরা হয়ে খুশি। তবে আরও বেশি খুশি হয়েছি টানা দুটো ম্যাচ জিততে পেরে।

আরও পড়ুন-ফের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন। রোহিত জানাচ্ছেন, কোটলায় বড় রান পেতে তাই মুখিয়ে ছিলেন। তিনি বলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সেঞ্চুরি করলে ভালই লাগে। আমি ভাল ব্যাট করছিলাম। শুধু রানটাই যা পাচ্ছিলাম না। কিন্তু নিজের উপর আস্থা হারাইনি। জানতাম বড় রান আসবে। আজ শুরু থেকেই ব্যাটে-বলে হয়েছে। তাই চালিয়ে খেলছি। এটাই আমার খেলার ধরন। এভাবে ব্যাটিং করতে আমি ভালবাসি।

আরও পড়ুন-পুজোর দায়িত্ব সামলান এলাকার মহিলারাই

এদিকে, শনিবার মোতেরার ২২ গজে রোহিতদের সামনে পাকিস্তান। যারা আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাড়ে তিনশোর কাছাকাছি রান তাড়া করে জিতেছে। রোহিত বলছেন, আফগানিস্তান ম্যাচে যেভাবে প্রস্তুতি নিয়েছি, পাকিস্তান ম্যাচেও একইভাবে নেব। আলাদা করে কিছু ভাবছি না। আগেই বলেছি, কাপ জেতাই চূড়ান্ত লক্ষ্য। তাই প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। মাঠের বাইরের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি না। পিচ ও পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ বেছে নেওয়া হবে।

Latest article