মুখ্যমন্ত্রীর হাত ধরেই উন্নয়ন : রোশন গিরি

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : পাহাড়ের উন্নয়ন ও সমস্যা সমাধান করতে পারবে একমাত্র রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার পাহাড়ের সমস্যা সমাধান করতে পারবে না। তাই উন্নয়নের স্বার্থেই পাহাড় থেকে বিজেপিকে বর্জন করার ডাক দিলেন অনীত থাপা। অন্যদিকে পাহাড়ে বিজেপিকে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়েছেন রোশন গিরিরাও। অনীত বললেন, ‘পাহাড়ের মানুষ এখন ভালো-মন্দের বিচার করতে শিখেছেন। তাঁরা বুঝেছেন, পাহাড়ের উন্নয়ন সম্ভব একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই। যে কোনও সমস্যা সমাধানে ও পাহাড়বাসীর বিপদে তৎপর রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্য সরকারের উপরেই আস্থা রাখছেন পাহাড়বাসী। আস্থা আর বিশ্বাসেই এবার বিজেপিকে বর্জন করার আওয়াজ উঠতে চলেছে পাহাড়ে।’

আরও পড়ুন : এমপি কাপে এবার মহিলাদের ম্যাচ

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত আরও বলেন, ‘আস্থা রাখতে হবে রাজ্য সরকারের উপরেই। আমরা জিটিএ নির্বাচনের দাবি জানিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। কারণ জিটিএ-র মাধ্যমেই উন্নয়ন হোক পাহাড়ের, তা আমরা চাই। আর জিটিএ নির্বাচন যাতে পাহাড়ে না হয়, সেই চেষ্টা চালাচ্ছে বিজেপি। যদিও বিজেপির কোনও অস্তিত্ব নেই। এখন পাহাড়ে তারা জিএনএলএফের উপরেই ভর করে চলছে।’ গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ‘এই মুহূর্তে পাহাড়ের স্থায়ীভাবে সমস্যার সমাধান হওয়া উচিত। আর এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র রাজ্য সরকার। পাহাড়ের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার কিছুই করতে পারবে না।’ রোশন স্পষ্টতই জানালেন, পাহাড়ের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের কোনও গুরুত্ব নেই।

Latest article