রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে জরায়ু ক্যান্সার গবেষণা

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: জরায়ুর ক্যান্সার থেকে সাধারণ মহিলাদের সুস্থ করার জন্য গবেষণা করে আইসিএমআর-এর অনুদান পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে দীর্ঘদিন গবেষণা-চালানো অধ্যাপক সুভাষচন্দ্র জানার নেতৃত্বে একটি নতুন দল তৈরি হয়েছে, যাঁরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাহায্য নিয়ে এই গবেষণা চালাবেন। প্রাথমিকভাবে তিন বছরের জন্য কাজ শুরু করছে দলটি। গবেষকদের দাবি, বিভিন্ন সময়ে সচেতনতার অভাবে মহিলারা আক্রান্ত হওয়ার পরেও ভাল চিকিৎসা করতে যান না। মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসা মহিলাদের দেহ থেকে দেহকোষ সংরক্ষণ করে জরায়ু ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এই দলটি কাজ করবে। আইসিএমআর ৫৩ লক্ষ ৬৪ হাজার টাকা দেবে। এত বড় পরিমাণে অনুদান পেয়ে বিশ্ববিদ্যালয় এবং গবেষকরা খুশি। গবেষণার ফল ইতিবাচক করার জন্য কোমর বাঁধছেন তাঁরা। রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, ‘জরায়ু ক্যান্সার নিয়ে আমাদের গবেষকেরা বেশ কয়েক বছর কাজ করছেন। তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এবার এত বড় অঙ্কের অনুদান মিলছে। আশা করছি, আমাদের গবেষকেরা সাফল্যলাভ করবেন।’

Latest article