“কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পের মাধ্যমে দিদি যেভাবে আমাদের জন্য করছেন, তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ”

Must read

প্রতিবেদন : আমি রূপশ্রী সুমিত্রা কালিন্দী। বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি পাঁচমুড়া মহাবিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। তালডাংরার পাঁচমুড়া গ্রাম বাড়ি। বাবা তরণী কালিন্দী ভূমিহীন। মা ও বাবা বাঁশের কাজ করেন। এর থেকেই পাঁচজনের সংসার চলে। আমি সবুজসাথীর সাইকেল, কন্যাশ্রীর টাকা পেয়েছি। যা পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেছে। গত ২৬ ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত গ্রামে। বাবা বিয়ের জন্য টাকা ধার করেছিলেন। রূপশ্রী প্রকল্পে আবেদন করেছি। বিডিও জানিয়েছেন, খুব শিগগিরই টাকাটা এসে যাবে। কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পের মাধ্যমে দিদি যেভাবে আমাদের জন্য করছেন, তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।

Latest article