কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের হুমকি সেচ প্রতিমন্ত্রী সাবিনার

Must read

সংবাদদাতা দাস, মালদহ: গঙ্গার ভাঙন ব্যাপক আকার নিয়েছে মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায়। সোমবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সরাসরি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রহিম বক্সি। সাবিনা বলেন, গঙ্গার ভাঙন রোধে উদাসীন কেন্দ্রীয় সরকার। অবিলম্বে ভাঙন রোধের কাজ না হলে আন্দোলনে নামব। যতদূর চোখ যায় শুধুই ধ্বংসের ছবি!

আরও পড়ুন : “কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পের মাধ্যমে দিদি যেভাবে আমাদের জন্য করছেন, তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ”

বৈষ্ণবনগরের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের চীনাবাজার, সরকারটোলা, ভীমাগ্রাম, নয়াহাটের বিস্তীর্ণ এলাকা এখন গঙ্গার গ্রাসে। ভাঙনের জেরে গত কয়েকদিনে ভিটেমাটি খুইয়েছেন প্রায় পাঁচশো বাসিন্দা। কেউ আশ্রয় নিয়েছেন স্থানীয় চামাগ্রাম হাইস্কুলে। কেউ খোলা আকাশের নীচে। ভাঙতে চলেছে বীরনগরের একটি তিনতলা ভবনের হাইস্কুলও। সোমবার সাবিনাদের সঙ্গে ঘটনাস্থলে যান জেলাশাসক রাজর্ষি মিত্রও।

Latest article