পাখির চোখ ২০২৪, কর্মীদের ঝাঁপাতে বললেন নেত্রী সায়নী

Must read

সংবাদদাতা, কাঁথি: সামনেই পুর-নির্বাচন, তারপর ২০২৪-এ লোকসভার নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন যুব তৃণমূল রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।

স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকেই সোমবার জেলাসফর শুরু করলেন যুবনেত্রী। সফরের পুরোভাগে থাকা যুব দলের কর্মী-সমর্থকদের সিনিয়র তৃণমূল কংগ্রেস, ছাত্র, মহিলা, শ্রমিক সংখ্যালঘু-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন সায়নী।

আরও পড়ুন :কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের হুমকি সেচ প্রতিমন্ত্রী সাবিনার

এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি। এ মাটি মা-মাটি-মানুষের। ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে বিজেপিকে ধরাশায়ী করতে হবে।’ সভায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, মৎস্যমন্ত্রী অখিল গিরি ছাড়াও ছিলেন, বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, তরুণকুমার মাইতি, হরিসাধন দাস অধিকারী, মামুদ হোসেন, শেখ আনোয়ার উদ্দিন, কাজল বর্মণ, বিকাশ বেজ প্রমুখ। এদিনের সভার সভাপতি ছিলেন সুপ্রকাশ গিরি।

Latest article