গ্রামীণ কাঁচা রাস্তা হল পাকা

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের তেলকন্দ গ্রামে মাটির রাস্তা পাল্টে যাচ্ছে কংক্রিটের ঢালাই রাস্তায়। তৃণমূল (Trinamool Congress) পরিচালিত পঞ্চায়েতের উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার পর এই কাজ হওয়ায় খুশির হাওয়া তেলকন্দ এলাকার বাসিন্দাদের মধ্যে। রগড়ার অঞ্চল প্রধান পঞ্চানন দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সারা রাজ্য জুড়ে। তার সঙ্গে তাল মিলিয়ে আমরা এই পঞ্চায়েতে নানা ধরনের উন্নয়ন কাজে শামিল হয়েছি। এই এলাকায় যে সব গ্রামীণ রাস্তা এখনও কাঁচা অবস্থায় থেকে গিয়েছে সেগুলিকে কংক্রিটের পাকা রাস্তা করার কাজ চলছে। তেলকন্দের এই গ্রামীণ রাস্তাটিও মাটির ছিল। এবার তা পাকা হচ্ছে। তেলকন্দের বাঁশের সেতু থেকে হোসেন সিংয়ের বাড়ি পর্যন্ত এগারশো মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। এর ফলে দেড় হাজার গ্রামবাসী উপকৃত হবেন। রাস্তা পাকা হওয়ায় বর্ষাকালে সমস্যা ও কষ্ট কমবে।

Latest article