সেনা সরাচ্ছে রাশিয়া

Must read

প্রবল আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হল রাশিয়া (Russia)। শেষ পর্যন্ত ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া ধীরে ধীরে তাদের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেন (Ukraine) সীমান্তে সেনাবাহিনীর মহড়া শেষ হয়েছে। তাই সেনাবাহিনী ছাউনিতে ফিরতে শুরু করেছে। ইউক্রেন সীমান্ত থেকে বাহিনীর ফিরে আসার ছবি সেদেশের সহকারী প্রচার মাধ্যমে দেখানো হয়েছে। যদিও রাশিয়ার এই বক্তব্যে খুব একটা স্বস্তিতে নেই ইউক্রেন (Ukraine)। এমনকী, আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলিও রাশিয়ার (Russia) কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তাদের আশঙ্কা যে কোনও মুহূর্তে মস্কো ইউক্রেনের উপর হামলা চালাতে পারে। এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেছেন, রাশিয়া যে ইউক্রেনের উপর হামলা করবে না, তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। আমেরিকার মতো একই আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটেন।

আরও পড়ুন-লালকেল্লা-কাণ্ডের সেই দীপ সিধুর মৃত্যু

Latest article