প্রতিবেদন : প্রায় ২ বছর হতে চলল যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। গত কয়েক মাসে ইউক্রেনের পাল্টা হামলায় কিছুটা পিছু হটলেও নতুন করে ফের ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এই শহরকে লক্ষ্য করে লাগাতার চলছে গোলাবারুদ।
আরও পড়ুন-ইজরায়েল-হামাস যুদ্ধ, হাসপাতালের এমআরআই বিল্ডিং হামাসের অস্ত্রভাণ্ডার!
এই পরিস্থিতিতে এবার রাশিয়াকে কড়া বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, আভদিভকায় হামলার চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে। বাখমুটের মতো ক্ষতি স্বীকার করতে হবে মস্কোকে।
আরও পড়ুন-পথকুকুর কামড়ালে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, রায় দিল হাইকোর্ট
এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, আভদিভকা-সহ পূর্বাঞ্চলীয় ডোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার আক্রমণ তীব্র হয়েছে। তিনি বলেন, বাখমুটের মতো আভদিভকার কাছেও বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ সেনাবাহিনী। তবে তার পরেও ওই অঞ্চলে রাশিয়ার তরফে যেভাবে হামলা চালানো হচ্ছে তার চড়া মূল্য দিতে হবে মস্কোকে। আভদিভকার কাছে যত বেশি রুশ সেনা ধ্বংস হবে, যুদ্ধে শত্রুদের সার্বিক অবস্থা আরও খারাপ হবে। উল্লেখ্য, চলতি বছর মে মাসে দীর্ঘ লড়াইয়ের পর বাখমুট দখল করেছিল রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চল দখলের চেষ্টায় নামে পুতিনের দেশ। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা দখলে অভিযান জোরদার করেছে রুশ সেনাবাহিনী।
আরও পড়ুন-মহিলা বিল পাশের কৃতিত্ব জাহির, অথচ নির্বাচনে প্রার্থীতালিকায় মহিলারা ব্রাত্য!
যুদ্ধের আগে শহরটিতে ৩২ হাজার বাসিন্দা ছিলেন। এখন বলা হচ্ছে, কোনও ভবন অক্ষত নেই। আর অন্যদিকে ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আভদিভকা। ২০১৪ সালে কিছু দিনের জন্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল। কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক রিপোর্ট বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি সেনা হয় মারা গিয়েছে না হলে আহত। শুধু তাই নয়, ২৪৭৫টি বড় যুদ্ধ ট্যাঙ্ক, ৯৩টি ফিক্সড উইং এয়ারক্রাফ্ট, ১৩২টি হেলিকপ্টার, ৩২০টি অত্যাধুনিক ড্রোন, ১৬টি যুদ্ধজাহাজ এবং ১৩০০টিরও বেশি আর্টিলারি সিস্টেম সহ ৭১১৭টিরও বেশি রাশিয়ান সাঁজোয়া গাড়ি এই যুদ্ধে ধ্বংস হয়েছে।