মাঝআকাশে দরজা খোলা বিমানের

কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও মাঝআকাশে বিমানের দরজা খুলে ভয়াবহ পরিস্থতির আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না তাঁরা

Must read

মাঝআকাশে হঠাৎই খুলে গেল বিমানের দরজা। উড়তে শুরু করল যাত্রীদের মালপত্র। এক যাত্রীর মাথা থেকে উড়ে গেল টুপি। বাইরে কনকনে ঠান্ডা বাতাস ঢুকে বদলে দিল কেবিনের ভিতরের বায়ুর চাপ। প্রবল আতঙ্কে চোখ বুজে ফেললেন যাত্রীরা। ভয়ঙ্কর এই অভিজ্ঞতার সাক্ষী হলেন রাশিয়ার এএন-২৬ বিমানের যাত্রীরা। এক যাত্রীর মোবাইল ক্যামেরায় এই চাঞ্চল্যকর মুহূর্তের ভিডিও ধরা পড়েছে। যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে সেনাকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

ঘটনাটি ঘটেছে একটি অ্যারো আন্তোনভ এয়ারক্র্যাফ্টে। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক এলাকার মগন থেকে বিমানটি উড়েছিল। গন্তব্য ছিল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদান। এলাকাটি সাইবেরিয়া অঞ্চলে হওয়ায়, বিমানের বাইরের তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৪১ ডিগ্রি। কিন্তু ওড়ার কিছু পরেই এই দুর্ঘটনা ঘটে। বিমানটির পিছনের দিকের দরজাটি ভেঙে গিয়ে খুলে যায়। সঙ্গে সঙ্গেই পাইলট মগনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মগন বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। তবে এই ঘটনায় ভাগ্যক্রমে কারও মৃত্যু হয়নি।

আরও পড়ুন-কামারহাটিতে বিস্ফোরণে জখম ২

কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও মাঝআকাশে বিমানের দরজা খুলে ভয়াবহ পরিস্থতির আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না তাঁরা। উড়ান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সৌভাগ্যবশত বিমানে থাকা ২৫ জন যাত্রীই নিরাপদে আছেন। ক্রু সদস্যদেরও কারও কিছু হয়নি। তবে যাত্রীদের অনেকেরই কেবিনে থাকা মালপত্র খোয়া গিয়েছে। কেন এরকম ঘটনা ঘটল, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটির পিছনের দিকের দরজাটি ভেঙে গিয়েছে। বাইরে প্রবল বেগে বাতাস বইছে। উড়ছে মালপত্র। উল্লেখ্য, পিছনের দরজাটি সাধারণত বিমানে মালপত্র তোলার কাজেই ব্যবহার করা হয়।

Latest article