রাশিয়ার তেল: মার্কিন খবরদারিতে ‘না’ দিল্লির

চাহিদার ৮০ শতাংশেরও বেশি পেট্রোপণ্য বিদেশ থেকে আমদানি করে থাকে ভারত। রাশিয়া থেকেও ভারত বিপুল পরিমাণ তেল আমদানি করে।

Must read

প্রতিবেদন : চাহিদার ৮০ শতাংশেরও বেশি পেট্রোপণ্য বিদেশ থেকে আমদানি করে থাকে ভারত। রাশিয়া থেকেও ভারত বিপুল পরিমাণ তেল আমদানি করে। ইউক্রেনের বিরুদ্ধে মস্কো যুদ্ধ শুরু করায় রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এই ভূমিকায় স্পষ্টতই অসন্তুষ্ট আমেরিকা। তার প্রেক্ষিতে ভারত ওয়াশিংটনকে জানাল, তেল আমদানির বিষয়ে আমেরিকার কোনও খবরদারি মানা হবে না।

আরও পড়ুন-ছাড়ার আশ্বাস

ভারত নিজের সুবিধামতোই তেল আমদানি করবে। আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে, তেল আমদানি নিয়ে তাদের পরামর্শ নয়াদিল্লি মেনে চলতে বাধ্য নয়। ইউরোপ ও আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কো ভারতকে চলতি বাজারদরের চেয়ে অনেকটাই কম দামে প্রায় ত্রিশ লক্ষ ব্যারেল তেল দেওয়ার কথা জানিয়েছে। চলতি যুদ্ধের আবহে সস্তা দরে তেল কেনার এই সুযোগ হাতছাড়া করতে চায়নি কেন্দ্রীয় সরকার। তাই তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আমেরিকা। তার পরিপ্রেক্ষিতে ভারত পাল্টা জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপের পরও ইউরোপের একাধিক দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এছাড়া ভারত তার প্রয়োজনীয় জ্বালানি কোথা থেকে কিনবে সেটা তার নিজের সিদ্ধান্ত।

Latest article