প্রতিবেদনঃ নেপালের বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলে সোমবার সকালেই দেশে ফিরল ভারতীয় দল। ফুটবলাররা নিজেদের বাড়ি ফিরলেন। মালদ্বীপে ৩ অক্টোবর সাফ কাপে প্রথম ম্যাচ সুনীলদের। তার আগে ফের কয়েকদিনের শিবির হবে ভারতীয় দলের। তবে এবার স্টিমাচের দলের শিবির হতে পারে মুম্বই অথবা বেঙ্গালুরুতে। এই দু’টি শহর থেকে মালদ্বীপ যাত্রা সহজ বলেই শিবিরের ভেন্যু বদলানোর ভাবনা এআইএফএফ-এর।
আরও পড়ুন :মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে ভোট ময়দানে তারকার ঢল
নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি কোচ ইগর স্টিমাচ। মাঠ সমস্যার মধ্যেই দ্বিতীয় ফ্রেন্ডলিতে দল যে ফুটবল খেলেছে তার জন্য ফুটবলারদের ধন্যবাদ জানিয়েছেন সুনীলদের কোচ। স্টিমাচের কথায়, ‘‘আমি প্লেয়ারদের অভিনন্দন জানাচ্ছি ম্যাচ জেতার জন্য। ছেলেদের মানসিকতা, ইচ্ছাশক্তির প্রশংসা করছি। প্লেয়ারদের কৃতজ্ঞ দেব ওরা ধৈর্য দেখিয়েছে নেপালের রক্ষণ ভাঙার জন্য। গোলের জন্য অপেক্ষা করেছে। আমার মনে হয় দু’টো দলের মধ্যে ভারতই সেরা দল ছিল। তাই দ্বিতীয় ম্যাচে জয় পেতে সমস্যা হয়নি।’’
আরও পড়ুন :জীবন দেব, মাথা নোয়াবো না: ইডি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ
সোমবার ছিল স্টিমাচের জন্মদিন। তার আগেই সুনীল-প্রীতমরা ম্যাচ জিতে কোচকে জন্মদিনের উপহার দিয়েছেন। ম্যাচের পর হোটেলে ফিরে কোচকে সামনে রেখে কেক কাটেন ফুটবলাররা। ম্যাচ জেতায় ফুটবলারদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। এরপর কাঠমান্ডুর হোটেল থেকেই সাফ জয়ের শপথ সুনীলদের।