শুরু অশোকনগর উৎসব, সবলা মেলা

কল্যাণগড় পুরসভার সহযোগিতায় একঝাঁক মন্ত্রী, সাংসদের উপস্থিতিতে সোমবার শুরু হল প্রথম বছর অশোকনগর উৎসব ২০২৩। সঙ্গে জেলা সবলা মেলা

Must read

সংবাদদাতা, অশোকনগর : বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে অশোকনগর কল্যাণগড় পুরসভার সহযোগিতায় একঝাঁক মন্ত্রী, সাংসদের উপস্থিতিতে সোমবার শুরু হল প্রথম বছর অশোকনগর উৎসব ২০২৩। সঙ্গে জেলা সবলা মেলা। রবিবার পর্যন্ত চলবে বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে। সূচনায় বীরবাহা হাঁসদা, ইন্দ্রনীল সেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ মন্ত্রীদের সঙ্গে শামিল হন সুব্রত বক্সি, সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, একেএম ফারহাদ, সায়নী ঘোষ, জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, পুরপ্রধান প্রবোধ সরকার-সহ বিশিষ্টজনেরা। ইন্দ্রনীল সেন বলেন, ‘‘বিধায়কের দাবি মেনে অশোকনগরে কালচারাল হাব হবে।’’

আরও পড়ুন-বিরাট সেঞ্চুরিতে লঙ্কা-জয়

সাংসদ বলেন, ‘‘অশোকনগরের পুরনো ঐতিহ্য উৎসবের মধ্যে দিয়ে ফিরে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।’’ পার্থ ভৌমিক বলেন, ‘‘অনেকেই এই মেলা খেলা নিয়ে সমালোচনা করেন। এই সব উৎসবের মধ্যে দিয়ে মনোরঞ্জনের পাশাপাশি মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে।’’ বীরবাহা হাঁসদা বলেন, ‘‘একসঙ্গে দুটি মেলা সত্যিই অভিনব। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সবসময় চান মেয়েদের সামনে আনতে।’’

Latest article