মুম্বই, ১৩ মে : পুলিশের দ্বারস্থ শচীন তেন্ডুলকর (Sachin tendulkar)! কোনও অনুমতি ছাড়াই একটি পণ্যের বিজ্ঞাপনে তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে বলে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। শচীনের (Sachin tendulkar) হয়ে থানায় এই অভিযোগ দায়ের করেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। অভিযোগ, ওষুধ বিক্রি করা একটি সংস্থা তাদের অনলাইন অ্যাপে শচীনের নাম ও ছবি ব্যবহার করছে। সেই সংস্থা এমন একটি বিজ্ঞাপন তৈরি করেছে, সেখানে দেখা যাচ্ছে শচীন গ্রাহকদের ওষুধ কেনার কথা বলছেন। অথচ পুরোটাই হচ্ছে কিংবদন্তি ক্রিকেটারের অগোচরে। অভিযোগে আরও বলা হয়েছে, ওই সংস্থার সঙ্গে শচীনের কোনও চুক্তি হয়নি। পুরোপুরি বেআইনিভাবে শচীনের নাম ভাঁড়িয়ে সাধারণ গ্রাহকদের সঙ্গে জালিয়াতি এবং প্রতারণা করা হচ্ছে। শচীনের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। মুম্বইয়ের পশ্চিমাঞ্চল সাইবার পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- সানরাইজার্সকে হারিয়ে তিনে সুপার জায়ান্টস