মুম্বই: তরুণ ওপেনার শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং টেকনিক নজর কেড়েছে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। তিনি মনে করেন, শুভমানের যা টেকনিক এবং মানসিকতা, তাতে শুধু ওপেনিং নয়, ব্যাটিং অর্ডারের যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন।
২২ বছর বয়সি শুভমান (Shubman Gill) নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কানপুরে ৫২ রান করেছিলেন। এরপর মুম্বইয়ের প্রথম ইনিংসে ৪৪ রান করে আউট হন। দু’বারই বড় ইনিংসে আসা উসকে দিলেও, তা পূরণ করতে ব্যর্থ হন শুভমান। তাঁর সঙ্গী মায়াঙ্ক আগরওয়াল অবশ্য দেড়শো রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। রোহিত শর্মা (Rohit Sharma) এবং কেএল রাহুল (K L Rahul) নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের টেস্ট স্কোয়াডে থাকছেন। ফলে ওপেনিং নিয়ে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
আরও পড়ুন-সবকিছু যেন অবিশ্বাস্য লাগছে আমার: Ajaz Patel
শচীন (Sachin Tendulkar) যদিও বলছেন, ‘‘শুভমানের (Shubman Gill) বড় সুবিধে, ওর যা টেকনিক, তাতে ব্যাটিং অর্ডারের যে কোনও জায়গায় ব্যাট করতে পারবে। গত অস্ট্রেলিয়া সফরে ও যে ভাবে নতুন বল সামলেছিল, তা সত্যিই তারিফ করার মতো।’’ তবে শচীন চান, তরুণ ওপেনার ৪০-৫০ রানের ইনিংসকে বড় সেঞ্চুরিতে পরিণত করুন।
এই প্রসঙ্গে মাস্টার-ব্লাস্টারের বক্তব্য, ‘‘শুভমান টেস্ট কেরিয়ারের শুরুটা বেশ ভাল করেছে। তবে ওকে ৪০-৫০ রানগুলোকে বড় ইনিংসে পরিণত করতে হবে।’’ পরিসংখ্যান বলছে, ১০ টেস্টে ৪টি হাফ সেঞ্চুরি করলেও, শতরান এখনও অধরা শুভমানের। শচীন বলছেন, ‘‘এ নিয়ে অহেতুক চাপ নেওয়া উচিত হবে না। শুভমান বরং নিজের স্বাভাবিক ব্যাটিং করে যাক। সেঞ্চুরি ঠিকই আসবে।’’
শুভমান নিজেও আগে বলেছেন যে, তাঁকে এবার বড় রান করতে হবে। দশটি ম্যাচ খেলে ফেললেন, কিন্তু এখনও টেস্টে সেঞ্চুরি পাননি তিনি।