প্রয়াত বিখ্যাত চিত্র সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায় (Tarapada Banerjee)। আজ, বুধবার সকাল ৭:৩০টা নাগাদ তাঁর প্রয়াণ হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাংবাদিক মহল। নিজের কর্মজীবনে বেশ কিছু নজিরবিহীন ঘটনার ছবি তিনি শিল্পীমহলে উপহার দিয়েছেন। এদিন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
আরও পড়ুন-বেতন বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজের এক্স হ্যান্ডেলে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমাদের সময়ের চিত্র সাংবাদিক তারাপদ ব্যানার্জির মৃত্যুতে আমি শোকাহত। আমি তারাপদদাকে ভাল করেই চিনতাম এবং তাঁর দারুণ কভারেজ খুব পছন্দ করতাম। তাঁর তোলা ছবি সমসাময়িক ইতিহাসের বিকল্প হিসেবে বিখ্যাত। আমি ব্যক্তিগতভাবে তাঁকে মনে রেখেছি কারণ চলন্ত স্কুটার থেকে তিনি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে সিপিএম গুন্ডাদের ছবি তুলেছিলেন, যখন আমি বিরোধী ছিলাম! তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
Sad to know about the demise of Tarapada Banerjee, the pre-eminent news photographer of our times.
I knew Tarapadada well and greatly liked his coverage of great events and personalities. In his photos were captured an alternative commentary of contemporary history. I personally…
— Mamata Banerjee (@MamataOfficial) March 6, 2024