বেতন বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়

আধিকারিকরা বলেন, আগামী দিনে তাঁদের নির্দিষ্ট কাজের বাইরে বাড়তি কোনও কাজ দেওয়া হবে না। নবান্নে ২ ঘণ্টা ধরে এই আলোচনা চলে।

Must read

আজ, বুধবার সকাল ১০টায় ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। আইসিডিএস সহকারীদের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল। মঙ্গলবারই আশাকর্মী ইউনিয়নদের সঙ্গে একটি বৈঠক করেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকে বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। আশা ও আইসিডিএস কর্মীদের নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কাজও করানো হয়। তাঁরা বাড়তি কোনও টাকা পান না। বৈঠকে এই বাড়তি কাজ বন্ধেরও দাবি জানান কর্মীরা। আধিকারিকরা বলেন, আগামী দিনে তাঁদের নির্দিষ্ট কাজের বাইরে বাড়তি কোনও কাজ দেওয়া হবে না। নবান্নে ২ ঘণ্টা ধরে এই আলোচনা চলে।

আরও পড়ুন-আশাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের এক্স হ্যান্ডেলে এই আনন্দের খবর ভাগ করে লেখেন, ‘নারী দিবস সামনেই। তাই সকলের ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সেবায় নারীদের জন্য একটি বড় ঘোষণা করলেন। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিশ্রমিক ₹৭৫০ এবং আইসিডিএস সহায়িকাদের ₹৫০০বৃদ্ধি করা হয়েছে।’

 

Latest article