আশাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ানো হয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন তিনি বুধবার বড় কিছু ঘোষণা করতে চলেছেন।

Must read

মঙ্গলবার রাতে ফেসবুক পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, বুধবার সকাল দশটায় বড় ঘোষণা করতে চলেছেন তিনি। সকাল ১০টায় ফেসবুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। আইসিডিএস সহকারীদের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল।

আরও পড়ুন-৪টি বন্দে ভারতে ছোড়া হল পাথর

মঙ্গলবারই আশাকর্মী ইউনিয়নদের সঙ্গে একটি বৈঠক করেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকে বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। আশা ও আইসিডিএস কর্মীদের নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কাজও করানো হয়। তাঁরা বাড়তি কোনও টাকা পান না। বৈঠকে এই বাড়তি কাজ বন্ধেরও দাবি জানান কর্মীরা। আধিকারিকরা বলেন, আগামী দিনে তাঁদের নির্দিষ্ট কাজের বাইরে বাড়তি কোনও কাজ দেওয়া হবে না। নবান্নে ২ ঘণ্টা ধরে এই আলোচনা চলে।

আরও পড়ুন-শিক্ষকদের কাজের সময় বেঁধে দিল পর্ষদ

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য বাজেটে মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে ১৫০০ টাকা করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ানো হয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন তিনি বুধবার বড় কিছু ঘোষণা করতে চলেছেন। এই প্রথ,ম সোশ্যাল মিডিয়ায় টিজার দিয়ে কোনও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত, তিনি কী ঘোষণা করছেন সেই দিকেই তাকিয়ে ছিল বাংলা।

Latest article