শিলিগুড়ির দুটি বাঘ ও একটি তাপির আলিপুর চিড়িয়াখানায়, বেঙ্গল সাফারিতে পাইথন

শিলিগুড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে এসেছিল বাঘ আর তাপীর। রবিবার রাতে রওনা হয়ে সোমবার বিকেলে আলিপুর পৌঁছয় তাঁরা।

Must read

গরমের শুরুতেই চিড়িয়াখানায় (Zoo) দর্শকদের আনন্দ কিছুটা বাড়িয়ে দিয়েছে নতুন দুটি বাঘ। আলিপুর চিড়িয়াখানার (Alipur Zoo) এই দুই সদস্যকে মঙ্গলবার থেকে দর্শকদের সামনে আনা হয়েছে। দার্জিলিংয়ের বেঙ্গল সাফারি পার্ক থেকে এই দুটি বাঘ সোমবার আনা হয়েছে। এরমধ্যে রয়েছে একটি বাঘ ও একটি বাঘিনী। দুজনেরই বয়স ৩ বছরের মত। আলিপুর চিড়িয়াখানায় তিনটি পুরুষ বাঘ ছিল ও দুটি বাঘিনী ছিল। এক জোড়া বাঘ এবং একটি থাইল্যান্ড, মায়ানমার এবং ইন্দোনেশিয়ার স্থানীয় তৃণভোজী মালয়ান তাপির আলিপুর চিড়িয়াখানার নতুন বাসিন্দা হবে। ১৫ই ফেব্রুয়ারি জলপাইগুড়িতে একটি গাড়িতে বনকর্মীরা তাপিরটিকে খুঁজে পেয়েছিলেন। পুলিশ বলেছে যে দুই ব্যক্তি মণিপুর থেকে কলকাতায় পশু পাচার করছিল। তাদের গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন-প্রয়াত চিত্র সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, আলিপুরে যে বাঘগুলি রয়েছে সেগুলির এখন প্রজননের বয়স হয়ে গিয়েছে। প্রজননের জন্য প্রথমে রাঁচি থেকে আনার কথা বলা হয়। পরে বেঙ্গল সাফারি পার্ক থেকে বাঘ আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আলিপুর চিড়িয়াখানায় যে বাঘ দুটি আনা হয়েছে, তারা বেঙ্গল সাফারির সেরা ব্যাঘ্র দম্পতি বিভান ও শীলার সন্তান। তাদের সাত সন্তান। সোমবার আলিপুর চিড়িয়াখানায় এই দুজনকে আনা হয়। এই সুবাদে বেঙ্গল সাফারিতে কিছু জীবজন্তু পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারিতে এই মুহূর্তে পাঠানো হয়েছে একটিই পাইথন, হরিণ ও গোসাপ।

আরও পড়ুন-বেতন বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়

চিড়িয়াখানার এক আধিকারিক এই মর্মে জানান, ‘জলপাইগুড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত নির্দেশ দিয়েছে যে তাপিরকে আলিপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হবে যাতে ভাল ব্যবস্থাপনা ও যত্ন নেওয়া যায়।’ মালয়ান তাপির (Tapirus indicus), যা এশিয়ান তাপির নামে পরিচিত, তাপিরের পাঁচটি জীবন্ত প্রজাতির মধ্যে বৃহত্তম। এর আকৃতি শূকরের মতো। কিন্তু ট্যাপির গন্ডারের সাথে সম্পর্কিত।

আরও পড়ুন-আশাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

আলিপুর সূত্রে জানানো হয়, ‘আমরা দুটি জালিকা অজগর, দুটি বার্মিজ পাইথন, চারটি মনিটর টিকটিকি এবং পাঁচটি বার্কিং ডিয়ার দুটি বাঘের জন্য উত্তরবঙ্গের পার্কে পাঠিয়েছি।’ শিলিগুড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে এসেছিল বাঘ আর তাপীর। রবিবার রাতে রওনা হয়ে সোমবার বিকেলে আলিপুর পৌঁছয় তাঁরা।

Latest article