সংবাদদাতা, হুগলি : ফেলুদা, টেনিদার মতো বিখ্যাত চরিত্রের পর এবার উত্তরপাড়ায় দেখা দেবে ‘সাফাদা’। যেসব মানুষ যেখানে-সেখানে নোংরা, পানের পিক ফেলে, নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা আটকে রাখেন বা অন্যভাবে শহরকে নোংরা করেন তাঁদের ধরবে সাফাদা। আদায় করবে জরিমানা। শহর পরিষ্কার রাখতে অভিনব এই উদ্যোগ উত্তরপাড়া পুরসভার। সাফাদাই মানুষকে সচেতন করবে উত্তরপাড়াকে পরিষ্কার রাখতে।
আরও পড়ুন-ঝড়জল উপেক্ষা করে ভাঙড়ে ঐতিহাসিক শ্রমিক সমাবেশে, কাজ করেই লড়াই চায় আইএনটিটিইউসি
কলার টিউন, পথনাটিকা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার, বিভিন্ন এলাকায় পোস্টার-ব্যানারের মাধ্যমে সাফাদা প্রোজেক্টের প্রচার চালাবে পুরসভা। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, শহর পরিষ্কার রাখতে আলাদা রকমের প্রোজেক্ট সাফাদার সঙ্গে যুক্ত থাকবেন পুরকর্মীরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবেন শহরকে যাতে নোংরা না করেন। পরিষ্কার না রাখলে এবার থেকে আসবে সাফাদা আর আদায় করবে ফাইন। মানুষের মনে গেঁথে যাবে সাফাদা, মানুষ শহর নোংরা করতে ভয় পাবে। যেমন ফেলুদা বা টেনিদাদের থেকে সাবধান থাকত দুষ্কৃতীরা, তেমনই এবার থেকে উত্তরপাড়াকে পরিষ্কার রাখতে মানুষ সাফাদার কথা মনে করবে। সাফাদার ফাইনের ভয়ে কেউ শহর নোংরা করবে না। উত্তরপাড়া পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।