বগটুই কাণ্ডে সমীর শেখের চারদিন সিবিআই হেফাজত

Must read

সাংবাদদাতা, রামপুরহাট : বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের শ্বশুর সমীর শেখকে সোমবার এসিজেএম সিবিআই আদালতে তোলা হলে, বিচারক অভিযুক্তের চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সোমবার অগ্নিসংযোগে নিহতদের পরিবারের জীবিত সদস্যরা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য হাজির হন। সেই নমুনা দিল্লি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠিয়ে মৃতদের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে। রবিবার সন্ধ্যায় সিবিআইয়ের (CBI) একটি দল ফের ভাদু শেখের বাড়ি যায়। সেখানে মাটির তলায় একটি ঘরের সন্ধান পান। সেখান থেকে নীল, সবুজ ডায়েরি এবং একটি নোটবুক উদ্ধার করে। এই ডায়েরি থেকে উল্লেখযোগ্য তথ্য হাতে চলে এসেছে বলে সূত্রের খবর। ভাদুর বিভিন্ন ব্যবসা ছিল। তাছাড়াও বড়শাল পঞ্চায়েত উপপ্রধান হওয়ার সুবাদে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে টাকার ভাগ বা বখরা ভাদু-খুনের অন্যতম কারণ কি না খতিয়ে দেখছে সিবিআই (CBI)।

Latest article