অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল সংঘমিত্রা এক্সপ্রেস (Sanghamitra Express)। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাপতালা জেলার ইপুরুপালামে স্থানীয়রা হঠাৎ করেই দেখতে পান রেললাইনের কিছুটা অংশে ফাটল। কোনও ঝুঁকি না নিয়ে স্থানীয়রা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। রেলের লোকজন এসে খুব দ্রুত ব্যবস্থা নেন কারণ দূরপাল্লার ট্রেন আসার কথা। রেললাইন মেরামতের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন তারা ।
আরও পড়ুন-‘ওয়ান ইজটু ওয়ান লড়াই হবে’ বিরোধী দলগুলির মেগা বৈঠকে যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সেই লাইনেই সংঘমিত্রা এক্সপ্রেস আসার কথা। বিরাট বিপর্যয় অসম্ভব কিছু না। তাই সংঘমিত্রা এক্সপ্রেসকে থামানোর ব্যবস্থা করেন। এরপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ততক্ষণে রেললাইন মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে রেললাইন মেরামত করা হয়। এরপর ট্রেনটি ছাড়া হয়। সংঘমিত্রা এক্সপ্রেস অল্পের জন্য় বিরাট বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ।
আরও পড়ুন-আমূল কন্যার চোখে জল, প্র্রয়াত তার শ্রষ্ঠা
কিছুদিন আগেই নীলাচল এক্সপ্রেস বড় দুর্ঘটনার মুখে পড়ছিল । লোকো পাইলটের তৎপরতায় রক্ষা পেয়েছিল ট্রেনটি। রেললাইনটি বেঁকে গিয়েছিল। কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনটি। করমণ্ডল এক্সপ্রেস কীভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেটার কারণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। সিবিআই তদন্ত চলছে। এর মধ্যেই এই ঘটনার ফলে রেলের সুরক্ষাকে ঘিরে বিরাট প্রশ্ন সামনে এল।