লন্ডন, ২ জুলাই : উইম্বলডনে খেলবেন সানিয়া মির্জা (Wimbledon- Sania Mirza)। যিনি শেষবার কোনও গ্র্যান্ডস্লাম ইভেন্টে নেমেছিলেন এইবছরের গোড়ায় অস্ট্রেলিয়ান ওপেনে। তারপর দুবাই ওপেনে খেলে তিনি আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানিয়েছিলেন।
সোমবার থেকে শুরু হচ্ছে উইম্বলডন টুর্নামেন্ট। সানিয়া (Wimbledon- Sania Mirza) অবশ্য মূল টুর্নামেন্টে নেই। তাহলে তাঁকে অবসর ভেঙে খেলতে হত। তিনি অংশ নেবেন মেয়েদের আমন্ত্রণী ডাবলস ইভেন্টে। তিনি খেলবেন ব্রিটেনের জোহানা কন্টাকে জুটি নিয়ে। গ্রুপ বি-তে এঁরা ছাড়াও রয়েছেন কিম ক্লিস্টার্স, মার্টিনা হিঙ্গিস, ফ্রান্সেসকা সিভোন ও রবার্তা ভিন্সি। আমন্ত্রণী ডাবলসের এ গ্রুপে আছেন ক্লারা ব্ল্যাক, ক্যারোলিন ওজনিয়াকি, ড্যানিয়েলা হাঞ্চুকোভা, লরা রবসন, লি না ও আগ্নিসেজকা রাদওয়ানস্কা। এবারের টুর্নামেন্টের মূল পর্বে ভারতীয় প্রতিযোগী বলতে একমাত্র রোহন বোপান্না। ৪৩ বছরের এই ডাবলস প্লেয়ার ম্যাথু এবডেনকে জুটি নিয়ে প্রথম রাউন্ডে খেলবেন গুলেরমো ডুরান ও টমাস মার্টিনের বিরুদ্ধে। বোপান্নার এটি ত্রয়োদশ উইম্বলডন। আসন্ন ডেভিস কাপ টাইয়ের পর তিনি আর দেশের হয়ে খেলবেন না। মন দেবেন এটিপি টুর্নামেন্টে। ভারতের অঙ্কিতা রায়না বাছাই পর্বের টুর্নামেন্টে অংশ নিলেও প্রথম রাউন্ডে হেরে যান স্পেনের বোজাস ম্যানেইরোর কাছে।