বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি : টেনিস কোর্ট থেকে এবার ২২ গজে পা রাখছেন সানিয়া মির্জা (Sania Mirza)! আসন্ন মেয়েদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) সঙ্গে যুক্ত হলেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের মেন্টর হিসেবে কাজ করবেন ছ’টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া।
এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনই ছিল সানিয়ার (Sania Mirza) শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। চলতি মাসেই দুবাই ওপেন খেলে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন, আগেই জানিয়ে রেখেছেন সানিয়া। তবে তাঁর মেয়েদের আইপিএলের সঙ্গে যুক্ত হওয়াটা নিঃসন্দেহে বড় চমক। বুধবার আরসিবির সোশ্যাল মিডিয়ার দেওয়া সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, ‘‘প্রস্তাব পেয়ে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। তবে নতুন ভূমিকা নিয়ে আমি ভীষণ উত্তেজিত। ছোট ছোট মেয়েদের বোঝাতে চাই, খেলাধুলাকেও পেশা হিসেবে বেছে নেওয়া যায়। আগামী প্রজন্মকে নিজেদের উপর বিশ্বাস রাখতে শেখাব। ওদের বলব, সামনে যতই বাধা আসুক তা পেরিয়েও স্বপ্নপূরণ করা যায়।’’ সানিয়া আরও বলেন, ‘‘২০ বছর ধরে পেশাদার টেনিস খেলেছি। সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে ভাগ করে নেব। প্রত্যাশার চাপ কীভাবে সামলাতে হয়, সেটাও ওদের বলব।’’
আরও পড়ুন-মনোজের রেকর্ডের আশায় ক্রীড়ামন্ত্রী