মনোজের রেকর্ডের আশায় ক্রীড়ামন্ত্রী

Must read

প্রতিবেদন : রঞ্জি ফাইনালের আগের দিন হঠাৎই ইডেন গার্ডেন্সে হাজির ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বৃহস্পতিবার থেকে ক্রিকেটের নন্দনকাননে (Eden Gardens) শুরু হচ্ছে বাংলা (West Bengal) ও সৌরাষ্ট্রের (Saurashtra) মধ্যে রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। তার আগে অধিনায়ক মনোজ তিওয়ারি-সহ বাংলা দলের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গেলেন ক্রীড়ামন্ত্রী। মনোজ শুধু বাংলা দলের অধিনায়কই নন, রাজ্য সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীও। তাই নতুন এক কীর্তির সামনে দাঁড়িয়ে থাকা মনোজকে আগাম শুভেচ্ছা জানিয়ে গেলেন ক্রীড়ামন্ত্রী।
শুধু বর্তমান ডেপুটিই নন, তাঁর প্রাক্তন ডেপুটি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গেও দেখা করেন ক্রীড়ামন্ত্রী। লক্ষ্মী-মনোজের সঙ্গে সাক্ষাৎ করে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘বাংলা দুর্দান্ত পারফরম্যান্স করছে। অধিনায়ক মনোজ খুব ভাল নেতৃত্ব দিচ্ছে দলকে। ব্যাটেও নিয়মিত রান করছে। আমি নিশ্চিত, বাংলা এবার রঞ্জি চ্যাম্পিয়ন হবে। মনোজের মতো কেউ মন্ত্রী ও অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি জেতেনি। সেটা হলে গিনেস বুকে নাম তুলবে মনোজ। বিশ্বরেকর্ড হবে।’’

আরও পড়ুন-মেঘালয়ে ভোট-প্রচারে গিয়ে অভিষেকের বার্তা: ৩ মাসে ১০ প্রতিশ্রুতি পূরণ

Latest article