সংবাদদাতা, হাওড়া : নির্ধারিত সময়ের আগেই খুলে যাচ্ছে সাঁতরাগাছি সেতু। আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার থেকেই চালু হয়ে যাচ্ছে সাঁতরাগাছি সেতু। ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু ওই রাস্তায় যানজটের সমস্যার সমাধানে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার উদ্যোগ নেয় রাজ্য সরকার।
আরও পড়ুন-বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, বাড়বে গরম
পূর্ত দফতরের আধিকারিকরা দিনরাত এক করে কাজ তদারকি করতে থাকেন। বড়দিনের আগেই সেতু খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়। ১৭ নভেম্বর থেকে সাঁতরাগাছি উড়ালপুলের ৪২টি এক্সপ্যানশন জয়েন্ট কেটে ফেলে নতুন করে ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল। শেষ এক্সপ্যানশন জয়েন্টে ঢালাইয়ের দিন ছিল রবিবার। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা ছেড়ে দাঁড়িয়ে থেকে ঢালাইয়ের কাজ তদারকি করেন। সোমবার পূর্ত দফতরের পদস্থ ইঞ্জিনিয়ররা উড়ালপুল পরিদর্শন করে বড়দিনের আগেই চালু করার ছাড়পত্র দেন। ঠিক হয়, শুক্রবার খুলে দেওয়া হবে সাঁতরাগাছি উড়ালপুল।
আরও পড়ুন-আঞ্চলিক ভাষার ছবি গুরুত্ব পাচ্ছে, খুশি বীরবাহা
জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় জানান, ‘‘আমরা নির্ধারিত সময়ের আগেই উড়ালপুল চালু করার টার্গেট নিয়েছিলাম। সেই অনুযায়ী দফতরের আধিকারিকরা দিনরাত এক করে যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয়। বিশ্বকাপ ফাইনাল না দেখে রবিবার রাতে তাঁরা ঢালাইয়ের কাজ করেছেন। সেদিন ঢালাই না হলে বড়দিনের আগে সেতু চালু করতে সমস্যা হত।’’ ১৭ নভেম্বর থেকে সাঁতরাগাছি উড়ালপুল মেরামতির কাজ শুরু হয়েছিল।
আরও পড়ুন-কাঁকসা গ্রামে ডিজেল-নদী, তেল কুড়ানোর ধুম
সেদিন থেকে এই উড়ালপুল দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ঘুরপথে গাড়ি চলাচল করায় যানজটের সমস্যায় ভুগতে হচ্ছিল বহু মানুষকে। শীতের মরশুমে অনেকেই ওই পথ দিয়ে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যেতে সমস্যায় পড়ছিলেন। এরপরই বড়দিনের আগে উড়ালপুল চালুর টার্গেট নেওয়া হল। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান, ‘‘২৩ ডিসেম্বর থেকে সাঁতরাগাছি সেতু খুলে দেওয়া হবে। ওইদিন থেকেই সাঁতরাগাছি উড়ালপুল দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়ে যাবে।’’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…